ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পঁয়তাল্লিশ বসন্তে পা দিলেন ‘বেবো’

 

১৯৮০ সালের এই দিনে (২১ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন কারিনা। ছোটবেলা থেকেই পরিবারিকভাবে তাকে ‘বেবো’ নামে ডাকা হয়। তার পিতা অভিনেতা রণধীর কাপুর এবং মাতা অভিনেত্রী ববিতা শিবদাসানি। তার বড় বোন অভিনেত্রী কারিশমা কাপুর। তার পিতামহ ছিলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর, অন্যদিকে তার মাতামহ ছিলেন অভিনেতা হরি শিবদাসানি। তার প্র-পিতামহ ছিলেন অভিনেতা পৃথ্বীরাজ। অভিনেতা ঋষি কাপুর ও রাজীব কাপুর তার চাচা এবং অভিনেত্রী নীতু সিং ও উদ্যোক্তা রিতু নন্দা তার চাচি। তার চাচাতো ভাই অভিনেতা রণবীর কাপুর, আরমান জৈন ও আদর জৈন এবং ব্যবসায়ী নিখিল নন্দ। অভিনেতা শাম্মী কাপুর ও শশী কাপুর তার দাদা। তিনি ‘ছোট নবাব’ খ্যাত বলিউড অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন। কারিনা কাপুর সাইফের দ্বিতীয় স্ত্রী।

Tag :
জনপ্রিয়

পঁয়তাল্লিশ বসন্তে পা দিলেন ‘বেবো’

আপডেট সময়: ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

 

১৯৮০ সালের এই দিনে (২১ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন কারিনা। ছোটবেলা থেকেই পরিবারিকভাবে তাকে ‘বেবো’ নামে ডাকা হয়। তার পিতা অভিনেতা রণধীর কাপুর এবং মাতা অভিনেত্রী ববিতা শিবদাসানি। তার বড় বোন অভিনেত্রী কারিশমা কাপুর। তার পিতামহ ছিলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর, অন্যদিকে তার মাতামহ ছিলেন অভিনেতা হরি শিবদাসানি। তার প্র-পিতামহ ছিলেন অভিনেতা পৃথ্বীরাজ। অভিনেতা ঋষি কাপুর ও রাজীব কাপুর তার চাচা এবং অভিনেত্রী নীতু সিং ও উদ্যোক্তা রিতু নন্দা তার চাচি। তার চাচাতো ভাই অভিনেতা রণবীর কাপুর, আরমান জৈন ও আদর জৈন এবং ব্যবসায়ী নিখিল নন্দ। অভিনেতা শাম্মী কাপুর ও শশী কাপুর তার দাদা। তিনি ‘ছোট নবাব’ খ্যাত বলিউড অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন। কারিনা কাপুর সাইফের দ্বিতীয় স্ত্রী।