শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘পঞ্চগড় দিনাজপুরের মানুষেরা একজন কাজ করে সাতজন খায়। দুষ্ট লোক কম। সফল হওয়ার রেটিং কম তবে যে সফল হয় সে সরাসরি সারজিস আলম হয়ে যায়।
জয়ের এই পোস্টকে হাস্যরস হিসেবেই দেখছেন অনুরাগীরা। অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ভাই আমাদের ভোলা নিয়ে কিছু লেখেন।’ কারো মন্তব্য, ‘ঠিকই বলেছেন।
পর্দায় জয়কে সর্বশেষ দেখা গেছে তার নির্মিত সিরিজ ‘পাপ কাহিনি’-তে। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পায় সিরিজটি।