বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, নতুন প্রজন্মের সঠিক প্রস্তুতির মাধ্যমেই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে। এজন্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরতে হলে লেখাপড়া করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। সাহস করে সত্যি কথা বলতে শিখতে হবে এবং সঠিক শিক্ষা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে ফিরে আসতে হবে।”
ড. মঈন খান আরও বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই আন্দোলনের সাফল্যের মূল কৃতিত্ব ছাত্রদের বলে উল্লেখ করেন তিনি। সেই অর্জন ধরে রাখতে হলে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ছাত্ররা দেশ পরিচালনায় ব্যর্থ হয়, তবে পুরো বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। তাই নতুন প্রজন্মকে সঠিক নেতৃত্বের জন্য এখনই প্রস্তুত হতে হবে।”
এই বক্তব্য তিনি রাখেন বুধবার বিকেলে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মহানগরী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নূর মোহাম্মদ আব্দুল মুকিত টিংকু। প্রধান আলোচক ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন, সংগঠক জাহাঙ্গীর আলম মিন্টু, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।