যুক্তরাষ্ট্রে নতুন করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। গত মঙ্গলবার (৩ জুন) এক দিনে অভিযান চালিয়ে নাটকীয়ভাবে ২,২০০ জন অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে অভ্যন্তরীণ সূত্র।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় গ্রেপ্তারের হার ৩৭ শতাংশ বেড়েছে। তখন দৈনিক গড়ে ১,৬০০ জনকে গ্রেপ্তার করা হলেও, মঙ্গলবার সেই সংখ্যা দাঁড়ায় ২,২০০–তে।
আইসিই সূত্র জানায়, প্রশাসনের চাপের কারণে তাদের টানা ২৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, “আমরা পূর্ববর্তী সরকারের উন্মুক্ত সীমান্ত নীতির চরম মূল্য দিচ্ছি।”
একটি সূত্র জানায়, গত ২১ মে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ও ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা স্টিফেন মিলার আইসিই কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তারা দৈনিক গ্রেপ্তারের সংখ্যা ৩,০০০–এ উন্নীত করার নির্দেশ দেন।
এর আগে জানুয়ারিতে হোয়াইট হাউস প্রতিদিন ১,৮০০ গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে প্রশাসনের সাম্প্রতিক নির্দেশনায় সেই লক্ষ্য বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এক কর্মকর্তা বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন এই সংখ্যা আরও বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন। লক্ষ্য হলো—গত চার বছরে যুক্তরাষ্ট্রে যেসব অবৈধ অভিবাসী প্রবেশ করেছে, তাদের সবাইকে দেশত্যাগে বাধ্য করা।”
এদিকে, নিরাপত্তার অজুহাতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
অভিযানের ব্যাপকতা ও কড়া অবস্থানের কারণে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে।