ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করায় ছাত্রদল নেতা বহিষ্কার 

ফেসবুকে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পোস্ট ঘিরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁকে বহিষ্কারের পাশাপাশি কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম স্বাক্ষরিত বহিষ্কারাদেশ রবিবার (১৭ আগস্ট) কার্যকর করা হয়। তবে পরদিন সোমবার (১৮ আগস্ট) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেন সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
তিনি জানান, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একই সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেন ইসহাক আহমেদ। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি আরও উদ্ধত আচরণ করেন এবং উল্টো ফেসবুকে আক্রমণাত্মক পোস্ট দেন। এর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিকভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
Tag :
জনপ্রিয়

বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করায় ছাত্রদল নেতা বহিষ্কার 

আপডেট সময়: ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

ফেসবুকে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পোস্ট ঘিরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁকে বহিষ্কারের পাশাপাশি কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম স্বাক্ষরিত বহিষ্কারাদেশ রবিবার (১৭ আগস্ট) কার্যকর করা হয়। তবে পরদিন সোমবার (১৮ আগস্ট) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেন সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
তিনি জানান, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একই সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেন ইসহাক আহমেদ। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি আরও উদ্ধত আচরণ করেন এবং উল্টো ফেসবুকে আক্রমণাত্মক পোস্ট দেন। এর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিকভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’