ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নববর্ষ উদযাপনে ঢাকায় শিশুসহ দগ্ধ ৫

ইংরেজি নববর্ষ উদযাপনকালে আতশবাজি ও ফানুস উড়াতে গিয়ে রাজধানীতে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন।

 

মঙ্গলবার দিবাগত রাতে পৃথক সময় রাজধানীর পৃথক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— ফারহান (৮), তাফসির (৩), সিফান মল্লিক (১২), সেন্টু (৪৫) ও সম্রাট (২০)।

 

সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান।

 

তিনি জানান, আতশবাজি ও ফানুস উড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন শিশু সহ ৫ জন দগ্ধ হয়েছে। পাঁচজনের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ফারহান (৮) নামের শিশুটিকে ভর্তি দেওয়া হয়েছে। তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

 

দগ্ধ ফারহানের খালা রোজিনা বেগম বলেন, গতকাল রাতে আদাবর ১০ নম্বর রোডে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয় ফারহান।

 

প্রসঙ্গত, আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা আতশবাজি, ফানুস উড়িয়ে নববর্ষ উদযাপন করেন।

 

জনপ্রিয়

নববর্ষ উদযাপনে ঢাকায় শিশুসহ দগ্ধ ৫

আপডেট সময়: ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ইংরেজি নববর্ষ উদযাপনকালে আতশবাজি ও ফানুস উড়াতে গিয়ে রাজধানীতে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন।

 

মঙ্গলবার দিবাগত রাতে পৃথক সময় রাজধানীর পৃথক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— ফারহান (৮), তাফসির (৩), সিফান মল্লিক (১২), সেন্টু (৪৫) ও সম্রাট (২০)।

 

সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান।

 

তিনি জানান, আতশবাজি ও ফানুস উড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন শিশু সহ ৫ জন দগ্ধ হয়েছে। পাঁচজনের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ফারহান (৮) নামের শিশুটিকে ভর্তি দেওয়া হয়েছে। তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

 

দগ্ধ ফারহানের খালা রোজিনা বেগম বলেন, গতকাল রাতে আদাবর ১০ নম্বর রোডে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয় ফারহান।

 

প্রসঙ্গত, আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা আতশবাজি, ফানুস উড়িয়ে নববর্ষ উদযাপন করেন।