সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় টিকটক সেলিব্রেটি নওরিন আফরোজ পিয়ার বিয়ের ভিডিও। মাথায় লাল ঘোমটা, পরনে সাদা শাড়ি—বাঙালি বধূর ঐতিহ্যবাহী রূপে হাজির হয়েছেন পিয়া। ভিডিওতে দেখা যায়, মাথা নিচু করে কবুল বলছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই জনপ্রিয় টিকটকার।
তবে পিয়ার স্বামীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তার ঘনিষ্ঠ মহলে আনন্দ-উচ্ছ্বাসের কমতি নেই।
নওরিন আফরোজ পিয়া একজন জনপ্রিয় টিকটক সেলিব্রেটি, মডেল ও উদ্যোক্তা। তিনি বাংলাদেশের রাজশাহী বিভাগের দিনাজপুর জেলার বাসিন্দা। অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার অনলাইন উপস্থিতি ও কনটেন্টের বৈচিত্র্য তাকে করে তুলেছে নেটদুনিয়ার এক সুপরিচিত মুখ।
বর্তমানে তার বিয়ের ভিডিও ঘিরে চলছে আলোচনা, তবে ভক্তরা অপেক্ষায় রয়েছেন—পিয়ার স্বামীর পরিচয় ও নবদম্পতির নতুন জীবনের গল্প জানার জন্য।