ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে বয়কট নয়, ডিভোর্স দেবেন হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও বগুড়ার সাবেক ডিশ ব্যবসায়ী হিরো আলম স্ত্রী রিয়ামনিকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

হিরো আলমের দাবি, তার পালক বাবা আবদুর রাজ্জাক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকাকালীন সময়েও স্ত্রী রিয়ামনি পাশে ছিলেন না। এমনকি তার পরিবারের কেউ বাবাকে দেখতে পর্যন্ত আসেননি। এই বিষয়টিই হিরো আলমের মনে গভীর আঘাত হানে। সেই কারণেই তিনি বলেন, “আমি রিয়ামনিকে জীবন থেকে বয়কট করলাম।”

তিনি আরও অভিযোগ করেন, “আমার সঙ্গে ক্যাচাল হলে সে অন্য ছেলেদের সঙ্গে গান করে, বারে যায়, মদ খায়।” তিনি দাবি করেন, রিয়ামনির এসব কর্মকাণ্ডের প্রমাণ দিতে হবে—অন্যথায়, তার কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রিয়ামনি গণমাধ্যমকে বলেন, “উনি মানসিকভাবে ঠিক নেই। কারণ তার বাবা মারা গেছেন। এই বিষয়ে আমার বলার কিছু নেই।”

উল্লেখ্য, রিয়ামনির সঙ্গে কাজ করতে গিয়েই তার প্রেমে পড়েন হিরো আলম। এরপরই তার দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান ডিভোর্স দেন। পরে রিয়ামনিকে বিয়ে করেন হিরো আলম এবং দুজন মিলে বেশ কিছু মিউজিক ভিডিও ও কনটেন্টে কাজও করেছেন।

জনপ্রিয়

স্ত্রীকে বয়কট নয়, ডিভোর্স দেবেন হিরো আলম

আপডেট সময়: ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও বগুড়ার সাবেক ডিশ ব্যবসায়ী হিরো আলম স্ত্রী রিয়ামনিকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

হিরো আলমের দাবি, তার পালক বাবা আবদুর রাজ্জাক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকাকালীন সময়েও স্ত্রী রিয়ামনি পাশে ছিলেন না। এমনকি তার পরিবারের কেউ বাবাকে দেখতে পর্যন্ত আসেননি। এই বিষয়টিই হিরো আলমের মনে গভীর আঘাত হানে। সেই কারণেই তিনি বলেন, “আমি রিয়ামনিকে জীবন থেকে বয়কট করলাম।”

তিনি আরও অভিযোগ করেন, “আমার সঙ্গে ক্যাচাল হলে সে অন্য ছেলেদের সঙ্গে গান করে, বারে যায়, মদ খায়।” তিনি দাবি করেন, রিয়ামনির এসব কর্মকাণ্ডের প্রমাণ দিতে হবে—অন্যথায়, তার কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রিয়ামনি গণমাধ্যমকে বলেন, “উনি মানসিকভাবে ঠিক নেই। কারণ তার বাবা মারা গেছেন। এই বিষয়ে আমার বলার কিছু নেই।”

উল্লেখ্য, রিয়ামনির সঙ্গে কাজ করতে গিয়েই তার প্রেমে পড়েন হিরো আলম। এরপরই তার দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান ডিভোর্স দেন। পরে রিয়ামনিকে বিয়ে করেন হিরো আলম এবং দুজন মিলে বেশ কিছু মিউজিক ভিডিও ও কনটেন্টে কাজও করেছেন।