সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী বর্ষা চৌধুরীর মৃত্যুর গুজব। তবে এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।
বরং এই বিষয়ে স্পষ্টভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। তিনি এক স্ট্যাটাসে লেখেন:
“বর্ষা মারা যায় নি, অসুস্থ সে। মিথ্যা নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। বর্ষাকে কাউন্সেলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নেবো, যদি সে আমাকে সেই সুযোগ দেয়।”
তনি আরও জানান,
বর্ষার মানসিক ও শারীরিক সুস্থতার দিকটি গুরুত্ব দিয়ে দেখা জরুরি। গুজব না ছড়িয়ে বরং আমাদের উচিত তার পাশে দাঁড়ানো ও সাহায্য করা।