ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিজের অভিনয় করা চলচ্চিত্রকে নায়ক বললেন ‘জঘন্য সিনেমা’

১০ বছর আগে মুক্তি পেয়েছিল  অশান্ত মেয়ে নামের একটি চলচ্চিত্র। এই সিনেমাটি নিয়ে কোনো আলোচনাই হয়নি। এতে অভিনয় করেছিলেন, শোয়েব খান, শ্রাবণ শাহ, মারিয়া মম ও সুজানা।

১০ বছর পর সিনেমার নায়ক এই সিনেমা নিয়ে মুখ খুললেন।

নিজের অভিনয় করা সিনেমাকে বললেন জঘন্য সিনেমা। আজ সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন নায়ক শ্রাবণ শাহ। ছবিটির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘ইতিহাসে এমন জঘন্য সিনেমা আমি আর দেখিনি, তাও এটার নায়ক আমি। এমন সিনেমা আর কখনোই তৈরি না হোক।

টাকার জন্যই এই সিনেমায় অভিনয় করেছিলেন। এমনটাই জানালেন অভিনেতা।

এ প্রসঙ্গে তিনি আরো লিখেছেন, ‘টাকার জন্য একটা সময় কত কি-ই না করেছি,আহহ রে… তখন ঢাকা শহরে একা, ইন্ডাস্ট্রিতে একা, মাথার ওপর হাত রেখে পরামর্শ দেওয়ার মতো কেউ নেই, মনে হচ্ছিল সাগরের পানিতে হাবুডুবু খাচ্ছি খরকুটোই তখন বিশাল সাপোর্ট।’

শ্রাবণ শাহ এখন অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মঞ্চের প্রোগ্রাম করে থাকেন।

 

নিজের অভিনয় করা চলচ্চিত্রকে নায়ক বললেন ‘জঘন্য সিনেমা’

আপডেট সময়: ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

১০ বছর আগে মুক্তি পেয়েছিল  অশান্ত মেয়ে নামের একটি চলচ্চিত্র। এই সিনেমাটি নিয়ে কোনো আলোচনাই হয়নি। এতে অভিনয় করেছিলেন, শোয়েব খান, শ্রাবণ শাহ, মারিয়া মম ও সুজানা।

১০ বছর পর সিনেমার নায়ক এই সিনেমা নিয়ে মুখ খুললেন।

নিজের অভিনয় করা সিনেমাকে বললেন জঘন্য সিনেমা। আজ সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন নায়ক শ্রাবণ শাহ। ছবিটির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘ইতিহাসে এমন জঘন্য সিনেমা আমি আর দেখিনি, তাও এটার নায়ক আমি। এমন সিনেমা আর কখনোই তৈরি না হোক।

টাকার জন্যই এই সিনেমায় অভিনয় করেছিলেন। এমনটাই জানালেন অভিনেতা।

এ প্রসঙ্গে তিনি আরো লিখেছেন, ‘টাকার জন্য একটা সময় কত কি-ই না করেছি,আহহ রে… তখন ঢাকা শহরে একা, ইন্ডাস্ট্রিতে একা, মাথার ওপর হাত রেখে পরামর্শ দেওয়ার মতো কেউ নেই, মনে হচ্ছিল সাগরের পানিতে হাবুডুবু খাচ্ছি খরকুটোই তখন বিশাল সাপোর্ট।’

শ্রাবণ শাহ এখন অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মঞ্চের প্রোগ্রাম করে থাকেন।