ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আবার তোপের মুখে ম্রুণাল

বলিউডে চলছে দুই অভিনেত্রী বিপাশা বসু ও আনুশকা শর্মার মধ্যে শীতল যুদ্ধ। সেই যুদ্ধে অংশ নিয়ে এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন আরেক অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। মুলত আনুশকাকে কটাক্ষ করায় নেটিজেনদের তোপের মুখে ম্রুণাল ঠাকুর।

নেটিজেনরা বলছেন, অন্যকে হেয় করে নিজেকে তুলে ধরা কখনই ভালো কিছু বয়ে আনে না। সম্প্রতি ম্রুণাল ঠাকুর পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ম্রুণালকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও কোনো সিনেমা ফিরিয়ে দিয়েছেন, যা পরে হিট হয়েছে। উত্তরে ম্রুণাল জানান, হ্যাঁ, এমন বেশ কিছু ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমি সেই সময়ে প্রস্তুত ছিলাম না, তাই ‘না’’ বলেছিলাম।’

পরে সিনেমাটি হিট হয় এবং ওই নায়িকা খ্যাতি পান। তবে ম্রুণাল বলেন, ‘আমি খুশি, কারণ তখন সেই সিনেমা করলে হয়ত আমি নিজেকে হারিয়ে ফেলতাম। এখন সে কাজ করছে না, কিন্তু আমি করছি। এটাই আমার কাছে জয়।’ যদিও ম্রুণাল সরাসরি নাম নেননি, তবে নেটিজেনরা ধারণা, তিনি আনুশকা শর্মার কথাই বলেছেন। কারণ, সালমান খানের ‘সুলতান’ ছবিতে মূলত ম্রুণালকেই নেওয়া ছিল, কিন্তু শেষ পর্যন্ত চরিত্রটি পান অনুশকা।

 

Tag :

আবার তোপের মুখে ম্রুণাল

আপডেট সময়: ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বলিউডে চলছে দুই অভিনেত্রী বিপাশা বসু ও আনুশকা শর্মার মধ্যে শীতল যুদ্ধ। সেই যুদ্ধে অংশ নিয়ে এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন আরেক অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। মুলত আনুশকাকে কটাক্ষ করায় নেটিজেনদের তোপের মুখে ম্রুণাল ঠাকুর।

নেটিজেনরা বলছেন, অন্যকে হেয় করে নিজেকে তুলে ধরা কখনই ভালো কিছু বয়ে আনে না। সম্প্রতি ম্রুণাল ঠাকুর পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ম্রুণালকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও কোনো সিনেমা ফিরিয়ে দিয়েছেন, যা পরে হিট হয়েছে। উত্তরে ম্রুণাল জানান, হ্যাঁ, এমন বেশ কিছু ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমি সেই সময়ে প্রস্তুত ছিলাম না, তাই ‘না’’ বলেছিলাম।’

পরে সিনেমাটি হিট হয় এবং ওই নায়িকা খ্যাতি পান। তবে ম্রুণাল বলেন, ‘আমি খুশি, কারণ তখন সেই সিনেমা করলে হয়ত আমি নিজেকে হারিয়ে ফেলতাম। এখন সে কাজ করছে না, কিন্তু আমি করছি। এটাই আমার কাছে জয়।’ যদিও ম্রুণাল সরাসরি নাম নেননি, তবে নেটিজেনরা ধারণা, তিনি আনুশকা শর্মার কথাই বলেছেন। কারণ, সালমান খানের ‘সুলতান’ ছবিতে মূলত ম্রুণালকেই নেওয়া ছিল, কিন্তু শেষ পর্যন্ত চরিত্রটি পান অনুশকা।