২০২৪ সালে সামরিক শক্তির বিচারে কোন দেশ কত তম অবস্থানে রয়েছে সম্প্রতি তার একটি তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি।
তালিকায় বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষস্থানে ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া, এরপর চীন।
দেশগুলোর সেনা সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ উৎকর্ষ, সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের মোট ১৪৫টি দেশের ওই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে।
শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি। সেখানে ঠাঁই হয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্সের।
সামরিক শক্তির বিচারে ১৪৫ দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালে এ অবস্থান ছিল ৪০তম। সেই হিসাবে এ বছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান ১০ম। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ৩৬তম।
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পেছনে ভুটান। তাদের অবস্থান ১৩৮তম।