ঢালিউডের সুপারস্টার শাকিব খান বরাবরই আলোচনায় থাকেন তাঁর অভিনয়, ব্যক্তিগত জীবন কিংবা পুত্রসন্তান বীরকে ঘিরে। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক হৃদয়ছোঁয়া মুহূর্ত—বাবা-ছেলের একান্ত সময় কাটানোর দৃশ্য, যা নিজেই ক্যামেরাবন্দি করেছেন শবনম বুবলি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি, যেখানে দেখা যায়, শাকিব খান খেলার ছলে সময় কাটাচ্ছেন ছোট বীরের সঙ্গে। ছবির ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে, এটি ধারণ করেছেন বীরের মা ও জনপ্রিয় অভিনেত্রী বুবলি নিজেই।
ছবিতে শাকিব খানকে দেখা গেছে একদম ঘরোয়া লুকে, সন্তানের সঙ্গে সময় উপভোগ করছেন। ছোট্ট বীর বাবার কোলে হাসিমুখে—এক নিখাদ ভালোবাসার প্রতিচ্ছবি যেন!
নেটিজেনদের অনেকেই বলছেন, দীর্ঘ সময় পর শাকিব-বুবলির পরিবারিক মুহূর্ত এমন প্রকাশ্যে আসায় তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন—”একটা ছবিই হাজারটা কথার চেয়ে শক্তিশালী!”