শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তসংলগ্ন গারো পাহাড়ে চলছে বুবলী ও সজল অভিনীত নতুন একটি সিনেমার শুটিং। পাহাড়ি এলাকাটিতে রয়েছে বন্যহাতির নিয়মিত চলাফেরা, আর সেই ঝুঁকির মাঝেই দৃশ্যধারণ করছেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।
এ বিষয়ে নিশ্চিত করেছেন সিনেমার অন্যতম অভিনেতা সজল। তিনি বলেন, “গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়ই বন্যহাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮-৯টা বন্যহাতি হানা দিয়েছিল। সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। আল্লাহর রহমতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
তবে এই শুটিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বনের মতো সংবেদনশীল জায়গায় সিনেমার শুটিং হওয়াটা তিনি মোটেও ভালোভাবে নেননি।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে একটি সংবাদ শেয়ার করে নিজের ফেসবুকে জয়া লিখেছেন, “এই আরেক উপদ্রব বনের ভিতর! বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়?”
জয়া আরও প্রশ্ন তোলেন, “মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেনসিটিভ জায়গায়?”
জয়ার এই বক্তব্যের সঙ্গে অনেকেই একমত হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, বনের পরিবেশে সিনেমার শুটিং ইউনিটের আয়োজন বন্যপ্রাণীদের আতঙ্কিত করে তোলে, যা পরিবেশ ও প্রাণিকুলের জন্য হুমকিস্বরূপ।
অন্যদিকে, এই লোকেশন নিয়ে উচ্ছ্বসিত নায়িকা বুবলী। তিনি বলেন, “শেরপুরের নালিতাবাড়ীর এই জায়গায় আমি আগে কখনও শুটিং করিনি। দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের জন্য এই লোকেশন চোখের আরাম দেবে।”
জানা গেছে, সিনেমাটিতে সজল-বুবলী ছাড়াও আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।