ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণী সিনেমায় পা রাখলেন হৃতিক রোশন

ভারতীয় সিনেমায় বহুদিন একচ্ছত্র আধিপত্য ছিল বলিউডের। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ব্যর্থতায় সেই জৌলুস হারিয়েছে হিন্দি সিনেমা। অন্যদিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে ভারতের সিনেমার নতুন কেন্দ্রবিন্দু। দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে রাজত্ব করছে ‘কেজিএফ’, ‘সালার’, ‘আরআরআর’, ‘পুষ্পা’র মতো ব্লকবাস্টার ছবি।

এক সময় দক্ষিণী তারকারা বলিউডে জায়গা পেতে মরিয়া থাকতেন। সময় বদলে গেছে—এখন বলিউডের শীর্ষ তারকারাও পা বাড়াচ্ছেন দক্ষিণী সিনেমার দিকে। সেই ধারায় এবার যুক্ত হলেন সুপারস্টার হৃতিক রোশন

বলিউডের ‘গ্রীক গড’ খ্যাত এই অভিনেতা দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থা হোম্বালে ফিল্মস-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কেজিএফ, সালার, কান্তারা’র মতো হিট সিনেমা তৈরি করা এই ব্যানারে হৃতিকের কাজ করা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে অনুরাগীদের মাঝে।

বুধবার (২৮ মে) হোম্বালে ফিল্মস তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে হৃতিকের সঙ্গে চুক্তির খবর প্রকাশ করে লিখেছে:
“সবাই তাকে ‘গ্রীক গড’ বলে ডাকে। লক্ষ লক্ষ হৃদয়ে তিনি রাজ করছেন। এবার তিনি আমাদের ব্যানারের সঙ্গে কাজ করতে চলেছেন। আমরা দর্শকদের জন্য এক অনন্য সিনেমা উপহার দেওয়ার স্বপ্ন দেখছি—যা খুব শিগগিরই বাস্তবায়িত হবে।”

প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর বলেন,
“আমাদের লক্ষ্য এমন গল্প বলা, যা মানুষকে অনুপ্রাণিত করে। হৃতিকের সঙ্গে অংশীদারিত্ব আমাদের সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে দিল। আমরা এমন একটি ছবি আনতে চলেছি, যা দুর্দান্ত এবং কালজয়ী—এ নিয়ে কোনো সন্দেহ নেই।”

এদিকে, হৃতিককে দক্ষিণী প্রোডাকশনে কাজ করতে দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। অনেকে মনে করছেন, তিনি হয়তো ‘কেজিএফ: চ্যাপ্টার থ্রি’-তে যশ-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন, আবার কেউ ভাবছেন তিনি ‘সালার’-এর সিক্যুয়েলে যুক্ত হতে পারেন। তবে এসব গুঞ্জন সম্পর্কে হোম্বালের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দক্ষিণী সিনেমায় পা রাখলেন হৃতিক রোশন

আপডেট সময়: ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ভারতীয় সিনেমায় বহুদিন একচ্ছত্র আধিপত্য ছিল বলিউডের। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ব্যর্থতায় সেই জৌলুস হারিয়েছে হিন্দি সিনেমা। অন্যদিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে ভারতের সিনেমার নতুন কেন্দ্রবিন্দু। দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে রাজত্ব করছে ‘কেজিএফ’, ‘সালার’, ‘আরআরআর’, ‘পুষ্পা’র মতো ব্লকবাস্টার ছবি।

এক সময় দক্ষিণী তারকারা বলিউডে জায়গা পেতে মরিয়া থাকতেন। সময় বদলে গেছে—এখন বলিউডের শীর্ষ তারকারাও পা বাড়াচ্ছেন দক্ষিণী সিনেমার দিকে। সেই ধারায় এবার যুক্ত হলেন সুপারস্টার হৃতিক রোশন

বলিউডের ‘গ্রীক গড’ খ্যাত এই অভিনেতা দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থা হোম্বালে ফিল্মস-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কেজিএফ, সালার, কান্তারা’র মতো হিট সিনেমা তৈরি করা এই ব্যানারে হৃতিকের কাজ করা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে অনুরাগীদের মাঝে।

বুধবার (২৮ মে) হোম্বালে ফিল্মস তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে হৃতিকের সঙ্গে চুক্তির খবর প্রকাশ করে লিখেছে:
“সবাই তাকে ‘গ্রীক গড’ বলে ডাকে। লক্ষ লক্ষ হৃদয়ে তিনি রাজ করছেন। এবার তিনি আমাদের ব্যানারের সঙ্গে কাজ করতে চলেছেন। আমরা দর্শকদের জন্য এক অনন্য সিনেমা উপহার দেওয়ার স্বপ্ন দেখছি—যা খুব শিগগিরই বাস্তবায়িত হবে।”

প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর বলেন,
“আমাদের লক্ষ্য এমন গল্প বলা, যা মানুষকে অনুপ্রাণিত করে। হৃতিকের সঙ্গে অংশীদারিত্ব আমাদের সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে দিল। আমরা এমন একটি ছবি আনতে চলেছি, যা দুর্দান্ত এবং কালজয়ী—এ নিয়ে কোনো সন্দেহ নেই।”

এদিকে, হৃতিককে দক্ষিণী প্রোডাকশনে কাজ করতে দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। অনেকে মনে করছেন, তিনি হয়তো ‘কেজিএফ: চ্যাপ্টার থ্রি’-তে যশ-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন, আবার কেউ ভাবছেন তিনি ‘সালার’-এর সিক্যুয়েলে যুক্ত হতে পারেন। তবে এসব গুঞ্জন সম্পর্কে হোম্বালের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।