ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাসকে ধর্ম নিয়ে মিথ্যা বলার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, তিনি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বরং সন্তান এবং ক্যারিয়ারের কারণে ধর্ম পরিবর্তনের মিথ্যা বলেছিলেন। আর সেই সাক্ষাৎকারের সঞ্চালক ছিলেন শাহরিয়ার নাজিম জয় নিজেই।
বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে জয় সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে একটি খোলা বার্তা দেন। সেখানে তিনি লেখেন,
‘প্রিয় অপু বিশ্বাস, ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না। একবার বলছো তুমি আল্লাহকে বিশ্বাস করো, আবার বলছো না। এতে মুসলমান ভাই-বোনেরা কষ্ট পেয়েছে। আবার তোমার নিজের ধর্মের লোকজনও বিব্রত। ক্যারিয়ার, সন্তান আর সংসারের ভারসাম্য রক্ষার নামে তুমি যে মিথ্যার আশ্রয় নিয়েছো, সেটি এখন তোমাকে আশ্রয়হীন করেছে। এখন তোমার উচিত নিঃশর্ত ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়াও মহত্ব, ক্ষমা করাও মহত্ব। তুমি মহৎ হলে, অন্যরাও মহত্ব দেখাবে।’
এর আগে সেই সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘সত্যি বলতে, বিয়ের পরও আমি আমার আগের ধর্মেই ছিলাম। অনেক সময় ক্যামেরার সামনে মিথ্যা বলেছি। শাকিব তখন আমার স্বামী ছিল, তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল। অনেকে জানতো না আমরা বিবাহিত। আমি হিন্দু, কিন্তু সবাই ধরে নিয়েছিল আমি মুসলিম হয়ে গেছি।
আসলে ধর্ম পরিবর্তনের প্রক্রিয়ার কোনো কিছুই তারা (শাকিবের পরিবার) করেনি। আমি ছেলের জন্য মিথ্যা বলেছিলাম। কারণ তখন আমি সংসারটাকে টিকিয়ে রাখতে চাইতাম। যেমনভাবে বিয়ের কথা গোপন রেখেছিলাম, তেমনি ধর্ম নিয়েও চুপ থেকেছিলাম।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘এক সময় ভাবতাম, আমি যদি হঠাৎ মারা যাই, তখন তো মানুষ দ্বিধায় পড়ে যাবে—মাটি দেবে নাকি আগুনে পুড়াবে? আমার যেসব অনুরাগী আছেন, তারা কী ভাববে? এখন তো শাকিবের সঙ্গেও সম্পর্ক নেই। তাহলে সত্য তো বলতেই হবে।’
এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ জয়ের বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ বলছেন, অপু বিশ্বাসের জীবনের জটিল বাস্তবতা বোঝা উচিত।