রাজনীতির নানা প্রসঙ্গে বরাবরই সোচ্চার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সমাজের নানা অসঙ্গতি ও বৈষম্যের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি, কখনো পর্দায়, কখনো সরাসরি নিজের কণ্ঠে। এবার দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন এই অভিনেত্রী।
শুক্রবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বাঁধন লিখেছেন,
“নতুন দলগুলো সেই পুরোনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে।”
তিনি আরও লেখেন,
“দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল, তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরনের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!”
নতুন দলগুলোর প্রতি প্রত্যাশা আর হতাশার মিশ্র অনুভূতি প্রকাশ করে বাঁধন বলেন,
“নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটা তো আমরা চাইনি। দেশের জন্য এটার প্রয়োজন নেই।”
তিনি জোর দিয়ে লেখেন,
“পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে।”
বাঁধনের এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ এ বক্তব্যকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হিসেবেও দেখছেন।
উল্লেখ্য, আজমেরী হক বাঁধন শুধু অভিনয়ের জন্যই নন্দিত নন, বরং তার স্পষ্টভাষী, সচেতন ও দায়িত্বশীল অবস্থানও তাকে আলাদা করে দিয়েছে বর্তমান সময়ের তারকাদের মধ্যে।