শুক্রবার এক রাজনৈতিক অনুষ্ঠানে বিএনপির নেতা আ. খালেক সরকারবিরোধী দলগুলোর প্রতি কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশে গতকাল মাত্র তিনটি সংগঠনের জনসভা হলো, সেখানে ৫০ লক্ষ লোক হয়েছিল। যদি বিএনপি ফু দেয়, তাহলে এনসিপিসহ বাকি সব দল বাতাসে উড়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না।”
তিনি দাবি করেন, “এনসিপির কিছু ‘ছোট বাচ্চা’ এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে, আর তারা বিএনপিকে ভয় দেখানোর সাহস দেখায়।”
তার ভাষায়,
“এনসিপি হলো বাংলাদেশ চিলড্রেন পার্টি। ছোটবেলায় আমরা পড়তাম—
‘মৌমাছি মৌমাছি/কোথা যাও নাচি নাচি/দাঁড়াও না একবার ভাই/ঐ ফুল ফোটে বনে/যাই মধু আহরণে/ দাঁড়াবার সময় তো নাই।’
এখন এনসিপি হয়েছে—
‘এনসিপি এনসিপি/কোথা যাও চুপি চুপি/দাঁড়াও না একবার ভাই/টাকা পাই যেই খানে/যাই মোরা সেই খানে/দাঁড়াবার সময় তো নাই।’”
এ সময় এনসিপির নেতাদের উদ্দেশে খালেক বলেন,
“আগে বিএনপির একটা ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে স্বপ্ন দেখো।”
তিনি আরও বলেন,
“আমরা চাই তোমরা আমাদের সঙ্গে থাকো। ছোট ছেলে, আবেগে অনেক কিছু বলে ফেল, সমস্যা নেই। তবে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করোনা।”
আ. খালেক দাবি করেন,
“আমাদের ৬০ লক্ষ নেতাকর্মী জেল খেটেছে, গুলির সামনে দাঁড়িয়েছে। এই ৬০ লক্ষ বাঘ যদি একবার ডাক দিয়ে ওঠে, তাহলে ইউনূস সাহেব আপনি ফানুস হয়ে উড়ে যাবেন।”
বিএনপির এই নেতা সরকারের উদ্দেশ্যে বলেন,
“আপনি নোবেল পেয়েছেন, আমরা সম্মান দিতে চাই। সম্মান রাখতে ডিসেম্বরেই সুষ্ঠু নির্বাচন দিয়ে দিন। ভোট করতে চাইলে আসেন, প্রেসিডেন্ট হোন, মেনে নেব। কিন্তু ভোট বানচালের চেষ্টা করলে দেশের মানুষ ক্ষমা করবে না।”
এ সময় সরকার, এনসিপি এবং জামায়াতের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।