নড়াইলের লোহাগড়া থানায় জাতীয় সংসদের সাবেক হুইপ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ২৯৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ১০ ডিসেম্বর, মঙ্গলবার, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলাটি গতকাল (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী মো. ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ার সি এন্ড বি চৌরাস্তা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে অভিযুক্তরা ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ককটেল বিস্ফোরণও ঘটায়।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতাদের নামও উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও সাড়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে।