অবশেষে জানা গেলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর প্রকৃত অবস্থান। সপরিবারের অবস্থান করছেন ভারতের কলকাতায়। শুধু তাই নয়, নিজ দেশ সম্পর্কেও অপপ্রচার চালাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা।
কথিত সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে বলেন, যাহা রটে কিছুটা হলে ঘটে। তিনি বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা চাচ্ছে না, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকুক। কলকাতার একটি গণমাধ্যমে এক নারী প্রতিবেদকের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এক শেণ্রীর প্রতিক্রিয়াশীল মানুষ চাচ্ছেন ঘোলা পানিতে মাছ শিকার করতে। তিনি বলেন, আমরা ভারতের প্রতি চিরকৃতজ্ঞ। মুক্তিযুদ্ধের সময় আমাদের ২ কোটি উদ্বাস্তুদের তারা আশ্রয় দিয়েছে। আমাদের সহায়তা কেরেছে। এই কৃতজ্ঞতা বোধটা অবশ্যই আমাদের প্রকৃত শান্তিপ্রিয় নাগরিক, তাদের মধ্যে রয়েছে। আমরা এই সম্পর্কটা সারা জীবন রাখতে চাই। বিগত সরকারের পতনের পর, উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে, একাত্তরে যারা হেরেছিল তারা চাইছে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে।
গোলাম রাব্বানী বলেন, বর্তমানে জানমালের নিরাপত্তা বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। টোটাল কেওয়াস এই মুহূর্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেভাবে সব কিছু ধরে রেখেছিলেন, নিয়ন্ত্রণ করতেন, স্থিতি রাখতেন, এইটা এখন নাই। এখন যে যার মতো ইচ্ছা-স্বাধীন ভাবে কাজ করছে। এই কারণেই এখনকার এই কেওয়াসটা। এই অনভিজ্ঞ সরকার সেটা কনট্রোল করতে পারছে না।
উল্লেখ্য, সম্প্রতি জামায়াত নেতাদের প্রশংসা করে ফেসবুকে দেয়া একটি পোস্টকে ঘিরে নতুন করে আলোচনায় আসেন গোলাম।
তিনি লেখেন ‘আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে’