বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তারা সিরিয়ায় ৪৮০টি হামলা চালিয়েছে, এর মধ্যে ১৫টি নৌযান, বিমান-বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি শহরে অস্ত্র উৎপাদনকারী কেন্দ্রও আছে। খবর আল জাজিরার।
ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে ‘উগ্রপন্থীদের হাতে চলে না যায়’ সেজন্য তারা পদক্ষেপ নিয়েছে।
এদিকে সিরিয়ার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বলেছেন, সিরিয়ানদের স্থিতিশীলতা প্রয়োজন।
মোহাম্মদ আল-বশির বলেছেন, তিনি আসাদের সরকারি কর্মকর্তাদের সঙ্গে পাবলিক সার্ভিস এবং প্রতিষ্ঠান পুনঃস্থাপনের জন্য কাজ করছেন।
সিরিয়ার বিরোধী যোদ্ধারা বলছে, তারা সিরিয়ার কুর্দি বাহিনীর কাছ থেকে উত্তর-পূর্ব শহর দেইর আজ জোর দখল করেছে।
আহমেদ আল-শারা, হায়াত তাহরির আল-শামের নেতা সিরিয়ার পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ওপর হামলা শুরু করায় আন্তর্জাতিক মঞ্চেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইসরায়েলকে। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ইসরায়েল সরকার।