বিএনপির র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সুপারিশের বিষয়ে বাহিনীটির নতুন মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, “সরকার এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেব।”
আজ, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি র্যাবের আয়নাঘর প্রসঙ্গে মন্তব্য করেন, বলেন, “র্যাবের আয়নাঘর ছিল এবং গুম কমিশনের পরামর্শ অনুযায়ী তেমনি থাকবে।”
এছাড়া, তিনি আরও জানান, “আমরা যতদিন আছি, দায়িত্ব পালন করে যাব। দায়িত্ব পালনে জনগণের সহায়তা প্রত্যাশা করছি।” পোশাক পরিবর্তন নিয়ে তিনি বলেন, র্যাবের জন্য আইন করার চেষ্টা চলছে এবং বাহিনীর সংস্কারের জন্য কি কি পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়েও চিন্তা করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, “দেশে জঙ্গি তৎপরতা ছিল, ভবিষ্যতে যাতে তা সক্রিয় হতে না পারে, সেজন্য কাজ করছি।”