ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাই সিনেমায় সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রীলেখা

‘পদ্মপুরাণ’ ছবির নির্মাতা রাশিদ পলাশের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নতুন বছরের শুরুতেই শুটিংয়ে অংশ নিতে তিনি আসছেন বাংলাদেশে। গত শুক্রবার রাতে কলকাতায় নির্মাতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী।

 

জানা গেছে, ‘তরী’ নামে একটি প্রকল্প চলমান। সেটারই শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসে। সেখানে ভারতীয় একজন অভিনেত্রী কাজ করবেন’।

 

রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় কাজ করার কথা ছিল ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। ছবির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে রাজশাহীতে। বাকি অংশের শুটিং চলতি বছরের সেপ্টেম্বর মাসে শুরু করার পরিকল্পনা ছিল তাদের। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সেটা আর সম্ভব হয়নি। তাই নতুন করে শুটিংয়ের সময় দিতে পারছিলেন না ঋতুপর্ণা।

জানা গেছে, এ কারণে ঋতুপর্ণাকে বাদ দিয়ে ছবিতে যুক্ত করা হয়েছে শ্রীলেখা মিত্রকে।

শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

 

শ্রীলেখার সঙ্গে ছবিতে থাকছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিনয়শিল্পী। ছবিটিতে অভিনয় করবেন ডিপজল, জিনাত শানু স্বাগতা, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, শম্পা রেজা প্রমুখ।

ঢাকাই সিনেমায় সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রীলেখা

আপডেট সময়: ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

‘পদ্মপুরাণ’ ছবির নির্মাতা রাশিদ পলাশের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নতুন বছরের শুরুতেই শুটিংয়ে অংশ নিতে তিনি আসছেন বাংলাদেশে। গত শুক্রবার রাতে কলকাতায় নির্মাতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী।

 

জানা গেছে, ‘তরী’ নামে একটি প্রকল্প চলমান। সেটারই শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসে। সেখানে ভারতীয় একজন অভিনেত্রী কাজ করবেন’।

 

রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় কাজ করার কথা ছিল ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। ছবির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে রাজশাহীতে। বাকি অংশের শুটিং চলতি বছরের সেপ্টেম্বর মাসে শুরু করার পরিকল্পনা ছিল তাদের। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সেটা আর সম্ভব হয়নি। তাই নতুন করে শুটিংয়ের সময় দিতে পারছিলেন না ঋতুপর্ণা।

জানা গেছে, এ কারণে ঋতুপর্ণাকে বাদ দিয়ে ছবিতে যুক্ত করা হয়েছে শ্রীলেখা মিত্রকে।

শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

 

শ্রীলেখার সঙ্গে ছবিতে থাকছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিনয়শিল্পী। ছবিটিতে অভিনয় করবেন ডিপজল, জিনাত শানু স্বাগতা, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, শম্পা রেজা প্রমুখ।