আমি পরিচালক হলে তোমাকে নেবো না— ফারুকীর উদ্দেশে তিশা
বাংলাদেশের আলোচিত-সমালোচিত পরিচালক ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নতুন সিনেমা ‘৮৪০’ নিয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের উপদেষ্টা ফারুকী জানান, ‘এখানে গণতন্ত্রের নামে, দেশ পরিচালনার নামে তামাশা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তবে ৩৬শে জুলাই এর পর বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী।’
এসময় নুসরাত ইমরোজ তিশা বলেন, চলচ্চিত্রটি শুধু বাংলাদেশে নয়, বিদেশেও মুক্তি পাবে। তিনি বলেন, ‘বিদেশেও মুক্তি পাবে ৮৪০, এটা আমাদের জন্য গর্বের বিষয়।’
তিশা তার অভিনয়ের সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মজার ছলে বলেন, ‘আমি যদি পরিচালক হই, তাহলে ফারুকীকে অবশ্যই নিতে চাইবো না।’
এছাড়া, অভিনেত্রী তিশা জানান, ‘ফারুকী আগে অফিস করতো না, এখন অফিস করে। তাকে বাসা থেকে খাবার দিয়ে দেই।