ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় মৃত্যুর মিছিল , নিহত ৪৫ হাজার ছুঁইছুঁই

গাজা

গাজায় মৃত্যুর মিছিল থামছেই না, নিহতের সংখ্যা ৪৫ হাজারের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী গাজা স্ট্রিপে তিনটি গণহত্যা চালিয়েছে, যার ফলে অন্তত ৩০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং ৯৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮৩৫ জনে পৌঁছেছে। দীর্ঘ ১৪ মাসের এই যুদ্ধে আহত হয়েছে আরও ১ লাখ ৬ হাজার ৩৫৬ জন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

 

ওয়াফা প্রতিবেদনে আরও উল্লেখ করেছে যে, গাজায় জরুরি পরিষেবাগুলো এখনো অনেক মরদেহ ও আহতদের কাছে পৌঁছাতে পারছে না। অনেকেই ধ্বংসস্তূপের নিচে বা গাজার যুদ্ধ বিধ্বস্ত সড়কগুলোর পাশে পড়ে আছেন। কারণ, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স কর্মীদের চলাচলে বাধা সৃষ্টি করছে।

গাজায় মৃত্যুর মিছিল , নিহত ৪৫ হাজার ছুঁইছুঁই

আপডেট সময়: ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

গাজায় মৃত্যুর মিছিল থামছেই না, নিহতের সংখ্যা ৪৫ হাজারের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী গাজা স্ট্রিপে তিনটি গণহত্যা চালিয়েছে, যার ফলে অন্তত ৩০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং ৯৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮৩৫ জনে পৌঁছেছে। দীর্ঘ ১৪ মাসের এই যুদ্ধে আহত হয়েছে আরও ১ লাখ ৬ হাজার ৩৫৬ জন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

 

ওয়াফা প্রতিবেদনে আরও উল্লেখ করেছে যে, গাজায় জরুরি পরিষেবাগুলো এখনো অনেক মরদেহ ও আহতদের কাছে পৌঁছাতে পারছে না। অনেকেই ধ্বংসস্তূপের নিচে বা গাজার যুদ্ধ বিধ্বস্ত সড়কগুলোর পাশে পড়ে আছেন। কারণ, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স কর্মীদের চলাচলে বাধা সৃষ্টি করছে।