যুক্তরাজ্য সফর শেষে আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যে দেড় সপ্তাহ সফর শেষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি।
একজন সাংবাদিক সরকারপক্ষের একজন উপদেষ্টার মন্তব্য সম্পর্কে জানতে চাইলে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার অভিযোগ তোলা হয়, মির্জা ফখরুল বলেন, “আমি জানি না তিনি কোন প্রেক্ষাপটে এ কথা বলেছেন। তবে এটি সম্পূর্ণভাবে রাজনীতি-বিরোধী বক্তব্য।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে এসেছে। এর মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এমন অভিযোগ বিভ্রান্তিকর এবং অযৌক্তিক।”
মির্জা ফখরুল তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সকলের আস্থা থাকা উচিত। গণতন্ত্র প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য।”
উল্লেখ্য, সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা সম্প্রতি এক মন্তব্যে রাজনৈতিক দলগুলোর ওপর অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টার অভিযোগ আনেন। মির্জা ফখরুল তার প্রতিক্রিয়ায় এ ধরনের মন্তব্যকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।
লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) কাছ থেকে কী বার্তা নিয়ে এসেছেন—এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা হচ্ছে, আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ, ফটক—সেই ফটক নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’