এ যেনো লাল পরী নীল পরীদের মেলা বসেছে। বলছিলাম ডেইলি স্টার ওটিটি এওয়ার্ড শোয়ের কথা।
গতকাল ডেইলি স্টার ওটিটি এওয়ার্ডস শোতে এক জাক তারকারা নজর কাড়া লুকে হাজির হয়েছিলেন। দর্শকদের মন জয় করে নিলেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক, কোন তারকা কি পড়ে আসলেন। এবং কাকেই বা লাগছিলো সবচেয়ে বেশি সুন্দর ?
এদিন লাল কার্পেটে লাল পোশাকে হাজির হয়েছিলেন ছোট পর্দার সুন্দরী অভিনেত্রী টয়া ।
মৌসুমী হামিদ এসেছিলেন নীল পোশাক পড়ে। নানান স্টাইলে অভিনেত্রীকে ছবি তুলতেও দেখা যায়।
জামদানী শাড়ি পড়ে বাঙ্গালী সাজে হাজির হয়েছিলেন অভিনেতী আজমেরি হক বাঁধন।পশ্চিমা পোশাকে হাজির হয়েছিলেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক।
বরাবরের মতোই নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হন জয়া আহসান। গোলাপী সাদার মিশ্রনে আকর্ষণীয় লাগছিলো দুইবাংলার এই জনপ্রিয় অভিনেত্রীকে।
কালো রঙ্গের পশ্চিমা পোশাকে হাজির হয়েছিলেন সেহনাজ সুমি ।
পীট খোলা পোশাক পড়ে হাজির হয়েছিলেন মডেল অভিনেত্রী তানজিয়া মিথিলা।
কালো রঙ্গের পোশাক পড়ে চোখে কালো সানগ্লাস সবার নজর কাড়লেন আফরান নিশো।
এছাড়াও ব্লেন্ডারস চয়েস দ্যা ওটিটি এওয়ার্ডস শোতে উপস্থিত ছিলেন সারিকা, সজল, সঙ্গিতশিল্পী পুতুল, নীল হরেজাহান সহ আরো অসংখ্য অভিনেতা অভিনেত্রী কলাকৌশুলীরা।