আইন উপদেষ্টা আসিফ নজরুল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এক মন্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বাংলাদেশ গঠনে ব্যর্থতার বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, “১৯৭১ সালে শহীদদের আত্মত্যাগের পরও আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এই ব্যর্থতার কারণ ছিল এক দলীয় মানসিকতা এবং একটি দলের ব্যর্থতা।” আসিফ নজরুল তার মন্তব্যে পরামর্শ দেন, যাতে সেই ব্যর্থতা পুনরাবৃত্তি না হয়।
তিনি আরও বলেন, “যতই শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করি, ততই মনে করি যে তারা আমাদের মুক্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন।” আসিফ নজরুল উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই মাসের গণঅভ্যুত্থানও গণতন্ত্র, মানুষের অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছিল।
তার বক্তব্যে তিনি বলেন, “আজকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে আমাদের তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। এই আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেটা যেন আমরা নষ্ট না করি।”
এদিন, শহীদ বুদ্ধিজীবী দিবসে আসিফ নজরুল তরুণদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের ভবিষ্যৎ জন্য একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।