আজ ৪৬ বছরে পা দিলেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ঢালিউডের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে এখনো তিনি বিবেচিত। নানা ধরনের চরিত্রে অভিনয়ের দক্ষতা দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন শাবনূর, যার ফলে তিনি আদর্শ হিসেবে বিবেচিত হন অনেক তরুণী নায়িকার কাছে।
১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরের শার্শা উপজেলায় জন্মগ্রহণ করেন শাবনূর। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। তিন ভাই-বোনের মধ্যে শাবনূর ছিলেন বড়। ছোট বোন ঝুমুর ও ভাই তমাল তার পরিবারের সদস্য। শাবনূরের পারিবারিক নাম ছিল কাজী শারমিন নাহিদ নূপুর, যা পরবর্তীতে পরিচালক এহতেশামের কাছে বদলে শাবনূর হয়ে ওঠে। শাবনূর শব্দের অর্থ ‘রাতের আলো’।
১৯৯৩ সালে, পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। প্রথম ছবি তেমন সফল না হলেও, সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনীত ছবি গুলো ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা জুটি হিসেবে খ্যাতি লাভ করে। সালমান শাহর পর তিনি রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে বিভিন্ন সফল সিনেমায় কাজ করেন। তার অভিনয় প্রতিভার জন্য তিনি পেয়েছেন একাধিক পুরস্কার, যার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার (১০ বার) এবং বাচসাস পুরস্কার (৭ বার)।
২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয়, এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে শাবনূর ধীরে ধীরে চলচ্চিত্র থেকে দূরে সরে যান। বিয়ের পর তিনি তার স্বামী অনিকের সঙ্গে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। ২০১৩ সালে তাদের প্রথম সন্তান, পুত্র আইজান নিহান জন্মগ্রহণ করে। ২০২০ সালের জানুয়ারিতে শাবনূর ও অনিকের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। বর্তমানে তিনি তার পুত্রকে নিয়ে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছেন।
আজ তার জন্মদিনে বাংলা চলচ্চিত্রের এই মহান নায়িকাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।