দুর্নীতি দমন কমিশন (দুদক) ৯টি প্রকল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ এবং মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার থেকেই তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়েছে।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজা সহ মোট ৯টি প্রকল্পে এসব অনিয়ম ও দুর্নীতি ঘটেছে।