রাজধানী ঢাকার বনানীর কড়াইল বস্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত বস্তির বউবাজার এলাকায় ঘটেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠিয়েছে। তিনটি স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে, এর মধ্যে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং দুটি ইউনিট এখনও পথে রয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে রাকিবুল হাসান জানিয়েছেন যে, আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।