ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে। একই সময়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন ২৭৪ জন। বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৯,৫৬৯ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৩, চট্টগ্রাম বিভাগে ৪১, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকায় ৭৮, খুলনা বিভাগে ৪৩, রাজশাহী বিভাগে ৪, ময়মনসিংহে ৯ এবং সিলেটে ২ জন রয়েছে।
তবে আশার খবর, গত ২৪ ঘণ্টায় ৪৫৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত এই বছরে মোট ৯৭,৬৬৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন, কারণ শীতেও ডেঙ্গুর প্রকোপ থামছে না।