লেস্টার সিটির হামজা চৌধুরীকে পেতে বাংলাদেশ অনেক দিন ধরেই চেষ্টা করছে, অনুমতি মিলেছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে। বাকি ছিল ফিফার ছাড়পত্র। সেটাও পেয়ে গেলেন হামজা চৌধুরী। লাল সবুজদের হয়ে খেলতে আর কোনো বাধা নেই তার।
আর এরই মধ্যে হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ততোও নিয়ে ফেলেছেন। সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এক পোস্টে নিজেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশী বংশোদ্ভুত এই মিডফিল্ডার।
হামজা ইংল্যান্ডে বেড়ে উঠলেও বাংলাদেশের প্রতি তার অসম্ভব টান রয়েছে। বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছে তার অনেক দিনের।