ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইটিভি-সিজেএফবি সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন ও জয়া আহসান

 

সঙ্গীত, সাংবাদিকতা এবং চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন, যমুনা টেলিভিশনের সিইও ও সাংবাদিক ফাহিম আহমেদ, এবং অভিনেত্রী জয়া আহসান। তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে, যা আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে। সিজেএফবি’র সভাপতি এনাম সরকার জানিয়েছেন, এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানে তাদের অবদানের জন্য তাদেরকে পুরস্কৃত করা হবে।

 

 

এছাড়া, অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। ২০২৩ সালে সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ায় সেরা পারফরমেন্সের জন্য আরও কিছু তারকাকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

 

এটি ছিল ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এর উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের অংশ, যা সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন হিসেবে দেশের সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের প্রতি অবদান রাখছে।

ইটিভি-সিজেএফবি সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন ও জয়া আহসান

আপডেট সময়: ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

 

সঙ্গীত, সাংবাদিকতা এবং চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন, যমুনা টেলিভিশনের সিইও ও সাংবাদিক ফাহিম আহমেদ, এবং অভিনেত্রী জয়া আহসান। তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে, যা আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে। সিজেএফবি’র সভাপতি এনাম সরকার জানিয়েছেন, এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানে তাদের অবদানের জন্য তাদেরকে পুরস্কৃত করা হবে।

 

 

এছাড়া, অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। ২০২৩ সালে সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ায় সেরা পারফরমেন্সের জন্য আরও কিছু তারকাকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

 

এটি ছিল ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এর উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের অংশ, যা সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন হিসেবে দেশের সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের প্রতি অবদান রাখছে।