দেড় বছরেরও বেশি সময় পর আবারও সিনেমায় ফিরছেন আফরান নিশো। একাধিক সিনেমার পরিকল্পনা আসার পরও কোনো শুটিং শুরু হয়নি, তবে এবার ঘোষণা দিলেন তিনি—আসছে ঈদুল ফিতরে তিনি নতুন সিনেমা ‘দাগী’ নিয়ে সিনেমাহলে হাজির হবেন।
নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই সিনেমা ‘ছুঁয়ে দিল মন’-এর প্রায় ৯ বছর পর তার দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে। আগামীকাল সোমবার থেকে নীলফামারীতে সিনেমাটির শুটিং শুরু হবে। রবিবার শুটিংয়ের জন্য টিম রওনা দেবে।
‘দাগী’ সিনেমার শুটিং দেশের বিভিন্ন অঞ্চলে, যেমন রাজশাহী, পঞ্চগড়সহ আরও অনেক স্থানে হবে। মোট শুটিংয়ের নব্বই ভাগ হবে ঢাকার বাইরে। সিনেমাটির শেষ অংশের দৃশ্যায়ন হবে ঢাকাতে।
অ্যাকশন, ড্রামা এবং রোমান্সের মিশেলে নির্মিত এই সিনেমার গল্প একেবারে নতুন ধরনের, যা আগে দর্শকরা দেখেননি, এমনটাই জানিয়েছেন নির্মাতা। এই সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করবেন তমা মির্জা এবং সুনেরাহ বিনতে কামাল।
এটি আলফা আই-এসভিএফ প্রযোজিত একটি চলচ্চিত্র।