বলিউডের জনপ্রিয় গায়ক শানের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের ফ্লাটে ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে বান্দ্রা এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেখানেই রয়েছে শানের ফ্ল্যাট।
অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাটের চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টে ১১ তলায় থাকেন গায়ক শান। ওই বিল্ডিং-এর ৭তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাত ১.৪৫ নাগাদ ওই বহুতলে আগুন লেগেছিল। এই ঘটনায় সেসময় ওই আবাসনে অনেকেই আটকে পড়েন। আগুন লাগার খবর দমকল বাহিনীকে জানানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন।
পৌঁছে তারা দেখতে পান, সাত তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।
শোনা গেছে, এ ঘটনায় আশি বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়েছিল তার।
বৃদ্ধাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করা হয়। খবর দেওয়া হয় কাছের বেসরকারি হাসপাতালে। অ্যাম্বুল্যান্সে করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে আইসিউতে রাখা হয়েছে।
এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে লেগছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে এ বিষয়ে। তবে অগ্নিকাণ্ডের সময় শান কিংবা তার পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কি না সেই বিষয়ে এখনো জানা যায়নি। গায়কের পক্ষ থেকেও এ বিষয়ে দেওয়া হয়নি কোনো বিবৃতি।