ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৪৭তম বিসিএসে বারবার প্রিলি দেওয়া বন্ধের উদ্যোগ,নতুন ফিচার পিএসসির

৪৭তম বিসিএস ঘিরে নতুন কিছু উদ্যোগ নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

 

পিএসসির চেয়ারম্যান বলেন, ‘আপনি জানেন যে ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে গত কয়েক দিন আগে। আমরা একটা বিষয় নিয়ে কাজ করছি, যেমন আবেদন করার পর প্রত্যেক পরীক্ষার্থীকে একটি ইউনিক আইডি প্রদান করা। এই আইডি দিয়ে তিনি পরবর্তী সময়ে সব বিসিএস পরীক্ষা দিতে পারবেন। বারবার তাঁর আবেদন করার প্রয়োজন পড়বে না। ইউনিক আইডি নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে, যদিও তা বাস্তবায়নের জন্য সরকারের নীতিমালা প্রণয়ন প্রয়োজন হবে। তারপরও ধারণাটি শেয়ার করছি।’

 

প্রিলিমিনারি পরীক্ষা বারবার দিতে যাতে না হয়, সে উদ্যোগ নেবেন জানিয়ে মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে বলেন, একজন পরীক্ষার্থী ইউনিক আইডি পাওয়ার পর যদি প্রিলিমিনারি ধাপ পার হয়ে যেতে পারেন, তাহলে তাঁকে আর প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। তখন তিনি লিখিতসহ পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নেবেন। এর জন্য বিধিমালা সংস্কার করতে হবে। এ প্রক্রিয়া আগামী দিনে চালু করার জন্য পিএসসি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

 

৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন ২৯ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। আবেদন চলবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর আগে প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪–এ সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

 

৪৭তম বিসিএস: প্রশাসন-পুলিশ-শিক্ষা-স্বাস্থ্যে কত পদ

৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, কৃষি ক্যাডারে ১৬৮, স্বাস্থ্য ক্যাডারে ১ হাজার ৩৬১ জন (সহকারী সার্জনে ১ হাজার ৩৩১ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০)। কারিগরি বা পেশাগত ক্যাডারে পদ ১ হাজার ৮৮৩টি, বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯২৯টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯টি, সরকারি আলিয়া মাদ্রাসার জন্য প্রভাষকের পদ ২৭টি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইনস্ট্রাক্টরের পদ ১২টি। নন-ক্যাডার পদের মধ্যে নবম গ্রেডের পদ ৪১টি, দশম গ্রেডের পদ ১৫৪টি, ১২তম গ্রেডের পদ ৬টি।

৪৭তম বিসিএসে বারবার প্রিলি দেওয়া বন্ধের উদ্যোগ,নতুন ফিচার পিএসসির

আপডেট সময়: ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

৪৭তম বিসিএস ঘিরে নতুন কিছু উদ্যোগ নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

 

পিএসসির চেয়ারম্যান বলেন, ‘আপনি জানেন যে ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে গত কয়েক দিন আগে। আমরা একটা বিষয় নিয়ে কাজ করছি, যেমন আবেদন করার পর প্রত্যেক পরীক্ষার্থীকে একটি ইউনিক আইডি প্রদান করা। এই আইডি দিয়ে তিনি পরবর্তী সময়ে সব বিসিএস পরীক্ষা দিতে পারবেন। বারবার তাঁর আবেদন করার প্রয়োজন পড়বে না। ইউনিক আইডি নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে, যদিও তা বাস্তবায়নের জন্য সরকারের নীতিমালা প্রণয়ন প্রয়োজন হবে। তারপরও ধারণাটি শেয়ার করছি।’

 

প্রিলিমিনারি পরীক্ষা বারবার দিতে যাতে না হয়, সে উদ্যোগ নেবেন জানিয়ে মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে বলেন, একজন পরীক্ষার্থী ইউনিক আইডি পাওয়ার পর যদি প্রিলিমিনারি ধাপ পার হয়ে যেতে পারেন, তাহলে তাঁকে আর প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। তখন তিনি লিখিতসহ পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নেবেন। এর জন্য বিধিমালা সংস্কার করতে হবে। এ প্রক্রিয়া আগামী দিনে চালু করার জন্য পিএসসি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

 

৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন ২৯ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। আবেদন চলবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর আগে প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪–এ সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

 

৪৭তম বিসিএস: প্রশাসন-পুলিশ-শিক্ষা-স্বাস্থ্যে কত পদ

৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, কৃষি ক্যাডারে ১৬৮, স্বাস্থ্য ক্যাডারে ১ হাজার ৩৬১ জন (সহকারী সার্জনে ১ হাজার ৩৩১ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০)। কারিগরি বা পেশাগত ক্যাডারে পদ ১ হাজার ৮৮৩টি, বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯২৯টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯টি, সরকারি আলিয়া মাদ্রাসার জন্য প্রভাষকের পদ ২৭টি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইনস্ট্রাক্টরের পদ ১২টি। নন-ক্যাডার পদের মধ্যে নবম গ্রেডের পদ ৪১টি, দশম গ্রেডের পদ ১৫৪টি, ১২তম গ্রেডের পদ ৬টি।