কারও কাছে পথপ্রদর্শক তো কারও কাছে সুপারস্টার, দেবের জন্মদিনে তিন নায়িকা জানালেন মনের কথা।
বক্স অফিসে ‘খাদান’-এর সাফল্য অব্যাহত। বড়দিনে মুক্তি পাওয়া চারটি ছবির মধ্যে দেব অভিনীত এই ছবিটি বক্স অফিসে অনেকটাই এগিয়ে রয়েছে। এই সময়ে, দেবের ৪২ তম জন্মদিনে, তার তিন নায়িকা—সৃজা দত্ত, সৌমীতৃষা কুন্ডু এবং ইধিকা পাল—অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তাকে নিয়ে তাদের মনের কথা জানিয়েছেন।
সৃজা দত্ত, যিনি ২০২৩ সালে ‘বাঘাযতীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন, জানান, ‘‘আমি যখনই কোনও সমস্যায় পড়ি, দেবদার কাছে সাহায্য চাই।’’ সৃজা বলেন, দেব তার জীবনের একটি বড় অনুপ্রেরণা এবং তিনি তাঁকে পরিবারের মতো মনে করেন। সৃজার মতে, ‘খাদান’ ছবির সাফল্য দেবের প্রাপ্য ছিল, কারণ তিনি যে ভাবে সিনেমার প্রতি আগ্রহ এবং নিষ্ঠা দেখান, তা সত্যিই প্রশংসনীয়। সৃজা আরও বলেন, ‘‘দেবদা মুখে কিছু না বললেও কাজের মাধ্যমে আমাদের সবকিছু শিখিয়ে দেন।’’ জন্মদিনে সৃজা দেবকে আরও অনেক ‘খাদান’ আসার শুভেচ্ছা জানিয়েছেন।
অপরদিকে, সৌমীতৃষা কুন্ডু, যিনি দেবের সঙ্গে প্রথম ছবি ‘প্রধান’ তে অভিনয় করেছিলেন, তাঁর মতে দেব একজন সুপারস্টার হলেও তিনি মাটিতে পা রেখে চলতে জানেন। সৌমীতৃষা বলেন, ‘‘আমাকে যখন কেউ ‘দেবের হিরোইন’ বলে, তখন সত্যিই গর্বিত বোধ করি।’’ তিনি আরও বলেন, দেব ফ্লোরে নতুনদের সাহায্য করতে কখনও পিছপা হন না। ‘‘একজন সুপারস্টার ফ্লোরে এসে আমার সঙ্গে অভিনয়ের পরামর্শ দেন—এটা সত্যিই অবাক করা।’’ সৌমীতৃষা দেবকে একজন মানুষের মঙ্গল কামনা করেন এবং তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান।
টলিপাড়ায় দেবের সঙ্গেই ইধিকা পালের প্রথম ছবি— ‘খাদান’। বক্স অফিসে ছবির ব্যবসার রমরমার পাশাপাশি অভিনেতাকে নিয়ে আপ্লুত অভিনেত্রী। দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্বল্প পরিসরে তিনি ব্যক্ত করতে রাজি নন। তবে সুপারস্টারের একাধিক গুণ তাঁকে আকর্ষণ করে। ইধিকা বললেন, ‘‘আমি তো এক অর্থে ইন্ডাস্ট্রিতে নতুন। কিন্তু নতুনদের যে ভাবে তিনি সুযোগ দেন, তা বিরল।’’
এভাবে দেবের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা, সহানুভূতি এবং সাফল্য সম্পর্কে এসব নায়িকার হৃদ্যতাপূর্ণ কথা সত্যিই তাঁর প্রভাবের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।