আজ সোমবার মাঠে গড়াচ্ছে বিপিএলের ১১তম আসর। উদ্বোধনী দিনে সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে নামছে ঢাকা ক্যাপিটালস। এবার জানা গেলো ঢাকা ডায়নামাইটসের অধিনায়কের নাম। শ্রীলঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরার হাতে তুলে দেয়া হয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের দলের দায়িত্ব। পেরেরা আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়েছেন তিন বছর আগেই। ঢাকার দলে দেশের তারকা ক্রিকেটার লিটন দাস থাকলেও পেরেরাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজি দলটি। আজ অনুশীলনের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জানায়, ‘ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ পেরেরার কাছে অধিনায়কত্বের ক্যাপ তুলে দিয়েছেন।’
শেষ মূহুর্তে বড় চমক দেখিয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। বিশ্বজয়ী ইংলিশ তারকা জেসন রয়কে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা।রোববার বিষয়টি জানিয়েছে ঢাকা। বিপিএল খেলতে আগামী ৫ অথবা ৬ জানুয়ারি বাংলাদেশে পা রাখবেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। দুই ম্যাচ খেলার চুক্তিতে বিপিএলে আসবেন তিনি। ৭ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার জার্সিতে খেলতে দেখা যাবে ইংলিশ ওপেনারকে। ৯ জানুয়ারি চিটাগং কিংসের বিপক্ষে খেলবেন ৩৪ বর্ষী ব্যাটার।
এছাড়াও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মেহেদী হাসান রানাকে শেষ মুহূর্তে ভেড়ায় দলটি। তার আগে সরাসরি চুক্তিতে দলে নেয় পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে। বেশ কিছুদিন আগেই ফ্র্যাঞ্চাইজি দলটি দলে ভেড়ায় দুই আফগান অলরাউন্ডার ফারমানউল্লাহ শাফি এবং আমির হামজাকে। ড্রাফট অনুষ্ঠিত হবার আগেই সরাসরি চুক্তিতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চমক দেখায় শাকিব খানের দল।
বাঁহাতি এই পেসারের সঙ্গে যোগ দেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে লিটন কুমার দাসকে। ড্রাফট থেকে তারা দলে নেয় ব্যাটার সাব্বির রহমান ও মুনিম শাহরিয়ারকে। বিদেশীদের নিয়েও চমক দেখায় ঢাকা। তাদের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার জনসন চার্লস, পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব ও একই দেশের মির হামজা।