বছরের শেষে ভারতের তামিলনাড়ুতে খুলে গেল সে দেশের প্রথম কাচের সেতু। সোমবার এই সেতুর উদ্বোধন করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ৭৭ মিটার দীর্ঘ ও ১০ মিটার চওড়া স্বচ্ছ কাচের এই সেতুতে পা রাখলেই নীচে দেখা যাবে সমুদ্র। আর এর মাধ্যমে কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল ও তিরুভাল্লুভার মূর্তির মধ্যে যোগসূত্র তৈরি করা হয়েছে।
সেতুটি উদ্বোধনের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন স্ট্যালিন। ৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতুটি। এর ফলে ১৩৩ ফুট লম্বা তিরুভাল্লুভার মূর্তি দর্শন করার ক্ষেত্রেও বেশ সুবিধা হয়েছে। আগে এই মূর্তি দেখার জন্য কন্যাকুমারী জেটি ঘাট থেকে ফেরি পরিষেবা নিয়ে বিবেকানন্দ মেমোরিয়াল হয়ে পৌঁছতে হত। এবার সেই দূরত্ব কমল।
স্বচ্ছ কাচের মধ্যে দিয়ে সমুদ্র দেখতে দেখতেই দু’টি স্থানে সহজে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। ধনুকের মতো দেখতে এই সেতুটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তা সমুদ্রের চরম আবহাওয়াতেও মজবুত থাকে। নির্মাণ সংস্থার তরফে জানা গিয়েছে, লবণাক্ত বাতাস ও উচ্চ আর্দ্রতাতেও এটির কোনও ক্ষতি হবে না।