ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। গুরুতর অসুস্থ অবস্থায় আইসিউতে নেয়া হয়েছে তাকে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বর ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন ফারহান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউতে নেওয়া হয় তাকে।
এদিকে আজ শনিবার ফারহানের শুটিং ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় পরে তা বাতিল করা হয়।
অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করা যাচ্ছিল না। এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয়।