ঢালিউড কুইন অপু বিশ্বাস । নিজেকে সবসময় আলোচনায় রাখতে পছন্দ করেন এই চিত্রনায়িকা । সম্প্রতি বেশ কয়েকটি ব্রাইড্রাল শ্যুটে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।
তার মধ্যে একটি শ্যুটে তার সাথে দেখা গিয়েছে চিত্রনায়ক জয় চৌধুরীকে। জয় চৌধুরীর সাথে ব্রাইডাল শ্যুটের কিছু ভিডিও ও ছবি অপু বিশ্বাস তার নিজের সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
সেইসব ছবির নিচেই একজন কমেন্ট করেছেন “অপু বিশ্বাসের দ্বিতীয় জামাই।”
তবে ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রশংসায় পিছপা হননি তার ভক্তরাও।
একজন লিখেছেন, অপু বিশ্বাস যেনো দিন দিন সুন্দরী হচ্ছে।
আবার এক ভক্ত লিখেছেন, এই আউটফিট আর হেয়ার স্টাইল টা তোমাকে খুব সুন্দর লাগছে।
বলা বাহুল্য শাকিব খানের সাথে সম্পর্কের সমাপ্তির পর থেকে অপু বিশ্বাস অন্যান্য নায়কদের সাথে কাজ করতে ব্যস্ত আছেন।