বর্তমানে আলোচিত খবর সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে স্ত্রীর ছবি পোস্ট করলেও, বিয়ের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ৪ জানুয়ারি, শনিবার তাহসান অবশেষে বিয়ের খবর প্রকাশ করেন। তার স্ত্রী রোজা আহমেদ, একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা।
তাহসান ও রোজা দুজনেই নিজেদের দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন। ৩ জানুয়ারি তাদের গায়েহলুদের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হলে, অনেকেই ধারণা করেছিলেন যে তাহসান বিয়ে করছেন, তবে তখন পর্যন্ত তিনি ভক্তদের অপেক্ষা করতে বলেন। তার পরদিন, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাহসান জানান, তাদের বিয়ের পরেই তিনি সকলকে জানাতে চেয়েছিলেন, এজন্য আগে কাউকে কিছু বলেননি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তারা একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারেন।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় তাহসান তার স্ত্রীর সাথে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন, যেখানে রোজা আহমেদ শাড়ি পরিহিত এবং তাহসান ম্যাচিং পাঞ্জাবি পরে ছিলেন।
ছবির ক্যাপশনে তাহসান গানের চারটি লাইন লেখেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
রোজা আহমেদ বরিশালের মেয়ে এবং তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে তিনি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নারীদের কসমেটোলজিতে দক্ষ করে তোলার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্যও প্রেরণা দিচ্ছেন। তার প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ এখন ব্রাইডাল মেকআপ শিল্পের সফল একটি প্রতিষ্ঠান।
রোজা ব্যক্তিগত জীবনে খুবই সাদামাটা, তিনি ঘুরতে পছন্দ করেন এবং বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। এছাড়া, তিনি রান্নায়ও পারদর্শী, বিশেষ করে চুইঝাল এবং কাঁকড়া রান্নায় তার দক্ষতা রয়েছে।