ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিনামূল্যে ফ্ল্যাট নিয়ে বিপাকে টিউলিপ

লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার ঘটনায় ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক এখন ক্রমবর্ধমান তদন্তের মুখোমুখি হচ্ছেন। এই ফ্ল্যাটটি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে নিয়েছেন। দুই বেডরুমের এ ফ্ল্যাটটি কোনোরকম অর্থ খরচ না করে পেয়ে তিনি এখন বেশ চাপের মধ্যে পড়েছেন, এমনটিই মনে করছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

 

 

গত ৪ জানুয়ারি, ব্লুমবার্গে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক, যিনি বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন ২০০৪ সালে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য বেরিয়ে আসে। ওই প্রতিবেদনে জানানো হয়, ২০০৪ সালে কোনোরকম অর্থ না দিয়েই টিউলিপ সিদ্দিক এই ফ্ল্যাটটি পেয়ে ছিলেন।

 

 

 

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, ২০০১ সালে আবদুল মোতালিফ নামের এক ব্যক্তি এই ফ্ল্যাটটি ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে (বর্তমানে প্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) কিনেছিলেন। তবে, বর্তমানে ওই ফ্ল্যাটটির দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে, একেবারে কাছাকাছি একই ভবনের একটি অন্য ফ্ল্যাট আগস্ট মাসে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (প্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা) বিক্রি হয়েছে।

 

 

এছাড়া জানা গেছে, আবদুল মোতালিফের দুর্দিনে তাকে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছিলেন টিউলিপের বাবা-মা, ফলে তার কৃতজ্ঞতা হিসেবে ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দেওয়া হয়। বর্তমানে আবদুল মোতালিফ দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করছেন এবং তার ঠিকানায় মজিবুল ইসলাম নামের এক ব্যক্তি নিবন্ধিত আছেন, যিনি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

 

 

 

অন্যদিকে, টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই, এটি ‘ভুল’ দাবি করা হয়েছে।

বিনামূল্যে ফ্ল্যাট নিয়ে বিপাকে টিউলিপ

আপডেট সময়: ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার ঘটনায় ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক এখন ক্রমবর্ধমান তদন্তের মুখোমুখি হচ্ছেন। এই ফ্ল্যাটটি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে নিয়েছেন। দুই বেডরুমের এ ফ্ল্যাটটি কোনোরকম অর্থ খরচ না করে পেয়ে তিনি এখন বেশ চাপের মধ্যে পড়েছেন, এমনটিই মনে করছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

 

 

গত ৪ জানুয়ারি, ব্লুমবার্গে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক, যিনি বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন ২০০৪ সালে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য বেরিয়ে আসে। ওই প্রতিবেদনে জানানো হয়, ২০০৪ সালে কোনোরকম অর্থ না দিয়েই টিউলিপ সিদ্দিক এই ফ্ল্যাটটি পেয়ে ছিলেন।

 

 

 

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, ২০০১ সালে আবদুল মোতালিফ নামের এক ব্যক্তি এই ফ্ল্যাটটি ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে (বর্তমানে প্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) কিনেছিলেন। তবে, বর্তমানে ওই ফ্ল্যাটটির দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে, একেবারে কাছাকাছি একই ভবনের একটি অন্য ফ্ল্যাট আগস্ট মাসে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (প্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা) বিক্রি হয়েছে।

 

 

এছাড়া জানা গেছে, আবদুল মোতালিফের দুর্দিনে তাকে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছিলেন টিউলিপের বাবা-মা, ফলে তার কৃতজ্ঞতা হিসেবে ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দেওয়া হয়। বর্তমানে আবদুল মোতালিফ দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করছেন এবং তার ঠিকানায় মজিবুল ইসলাম নামের এক ব্যক্তি নিবন্ধিত আছেন, যিনি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

 

 

 

অন্যদিকে, টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই, এটি ‘ভুল’ দাবি করা হয়েছে।