গত দুইদিন ধরে দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বলা যায়, এই সংগীতশিল্পীর বিয়ের খবর এখন টপ অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। এমন সময়ে তাহসান ভক্তদের জন্য আসলো আরও এক সুখবর।
জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান ভক্তদের জন্য আরও এক সুখবর নিয়ে এসেছেন। তিনি একটি নতুন গান “একা ঘর আমার” বা “লোনলি হোম” শিগগিরি প্রকাশ করতে যাচ্ছেন। স্যাড-রোম্যান্টিক ধরনের এই গানটি তাহসান নিজেই লিখেছেন ও সুর করেছেন। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।
এছাড়া, গানটির মিউজিক ভিডিও ও তৈরি করা হয়েছে, যা নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তাহসান ও সিঁথি সাহা। গানটি অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় তৈরি হয়েছে এবং এটি আগামী সোমবার (৬ জানুয়ারি) অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
তাহসানের নতুন এই গানটি তার ভক্তদের জন্য একটি বিশেষ উপহার হিসেবে এসেছে।