আলোচিত অভিনেতা জিয়াউল হক পলাশ এবার নতুন চরিত্রে পর্দায় আসছেন। জনপ্রিয় ধারাবাহিক “ব্যাচেলর পয়েন্ট”-এর কাবিলা চরিত্রে অভিনয় করা পলাশ এবার বড় পর্দায় হাজির হচ্ছেন “খালিদ” নামক একটি ওয়েব ফিল্মে। এই ফিল্মের জন্য তিনি সম্পূর্ণ নতুন এক চরিত্রে কাজ করেছেন, যেখানে তিনি অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করছেন।
এক সাক্ষাৎকারে পলাশ বলেন, “নতুন একটা কাজ করেছি। এটা একটা ওয়েব ফিল্ম, যার নাম ‘খালিদ’। নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এখানে আমি খালিদ চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে অনেকটা বদলাতে হয়েছে। যারা আমাকে ‘কাবিলা পলাশ’ হিসেবে চেনেন, তারা এখানে আমাকে সেই আগের চরিত্রের মতো দেখতে পাবেন না। এটি একটি সিনেম্যাটিক ড্রামা, যেখানে আমাকে অ্যাকশন হিরো হিসেবে দেখানো হবে। চরিত্রে প্রবেশ করতে গিয়ে অনেক সময় নিয়েছি এবং শিখতে হয়েছে ফাইটিং ও নাচ।”
পলাশ আরও বলেন, তিনি একটি নীরিক্ষণধর্মী চরিত্রে কাজ করতে চান। তিনি চান গল্পের চরিত্র হয়ে উঠতে, আর এজন্য অভিনয়ে কোনওভাবেই ছাড় দিতে রাজি নন। “ব্যাচেলর পয়েন্ট” ধারাবাহিক দিয়ে যে জনপ্রিয়তা পেয়েছেন, সেটা কখনোই তিনি ক্যাশ করতে চাননি। বরং, তিনি প্রথম থেকেই একজন অভিনেতা হতে চেয়েছিলেন। পলাশ বলেন, “যখন অভিনয় শুরু করি, তখন থেকে আমি চেয়েছি অভিনেতাই হতে। অভিনয়ে কোনওভাবেই ছাড় দিতে রাজি নই।”
তিনি আরো বলেন, “ব্যাচেলর পয়েন্ট”-এর পর আমি অন্তত ২০টি নাটক করতে পারতাম, অনেক ধারাবাহিকেও কাজ করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আপনাদের হয়তো লক্ষ্য করেছেন, আমি ধারাবাহিক অনেক কম করি। তবে আমি আবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ দেখা দেব।”
জিয়াউল হক পলাশ এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা, এবং তিনি তার অভিনয়ের প্রতি গভীর আবেগ ও ভালোবাসা নিয়ে কাজ করছেন। তাঁর নতুন চরিত্র “খালিদ”-এ যে পরিবর্তন এবং প্রস্তুতির প্রমাণ মিলেছে, তা তাঁর অভিনয়ের জন্য নতুন এক মাত্রা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।