জাতীয় ঐক্য গড়ে তুলতে সবার সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় যমুনায় এই বৈঠক হবে। বৈঠকে প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের প্রতিনিধিই অংশ নেবেন।
এর আগে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখপাত্র উমামা ফাতেমা, অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে।
জাতীয় ঐক্য গড়ে তুলতে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার এই বৈঠকটি হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এরপর আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার এসব বৈঠকের তথ্য জানান।
শফিকুল আলম বলেন, আজ ছাত্রনেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল (বুধবার) তিনি রাজনৈতিক দল ও পরদিন (বৃহস্পতিবার) ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন। এর লক্ষ্য ঐক্যের ডাক দেওয়া।