ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

জাতীয় বিশ্ববিদ্যায়ের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠি প্রত্যাহার এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চালানোর দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ওই প্রোগ্রামের শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

 

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা তাদের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ পর্যায়ে তারা ফটক বন্ধ করে দেয়।

 

এ সময় প্রধান ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা কেউ প্রবেশ করতে পারেনি। তবে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান ফটকের সামনে আসলে শিক্ষার্থীরা তাকে প্রবেশে বাধা প্রদান করেনি। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ভিসি ও প্রক্টরের সাথে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

 

২৫ সেশনে অন ক্যাম্পাস অনার্স ভর্তি সার্কুলারের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে ছাত্র-ছাত্রী এবং অনার্সের তৃতীয় ব্যাচের ভর্তি সার্কুলারের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রেরিত ছাত্র ছাত্রীদের স্বার্থের বিরুদ্ধে ইস্যুকৃত চিঠি প্রত্যাহারের ব্যাপারে ভিসির আশ্বাসের পরে দীর্ঘদিন অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

 

শিক্ষার্থীদ্বয় আরো জানায়, ভিসি আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

আপডেট সময়: ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যায়ের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠি প্রত্যাহার এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চালানোর দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ওই প্রোগ্রামের শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

 

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা তাদের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ পর্যায়ে তারা ফটক বন্ধ করে দেয়।

 

এ সময় প্রধান ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা কেউ প্রবেশ করতে পারেনি। তবে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান ফটকের সামনে আসলে শিক্ষার্থীরা তাকে প্রবেশে বাধা প্রদান করেনি। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ভিসি ও প্রক্টরের সাথে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

 

২৫ সেশনে অন ক্যাম্পাস অনার্স ভর্তি সার্কুলারের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে ছাত্র-ছাত্রী এবং অনার্সের তৃতীয় ব্যাচের ভর্তি সার্কুলারের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রেরিত ছাত্র ছাত্রীদের স্বার্থের বিরুদ্ধে ইস্যুকৃত চিঠি প্রত্যাহারের ব্যাপারে ভিসির আশ্বাসের পরে দীর্ঘদিন অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

 

শিক্ষার্থীদ্বয় আরো জানায়, ভিসি আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।