সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার পৃথক দুই হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (২২ জানুয়ারি) বুধবার, তাকে এবং অন্যান্য সাবেক এমপি-মন্ত্রীসহ আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতে নিয়ে যাওয়ার পর, কামাল মজুমদার তার পক্ষের এক আইনজীবীকে ডেকে চকলেট খেতে চাওয়ার আবেদন জানান। কিছুক্ষণের মধ্যেই, আইনজীবী সাদা কাগজের ব্যাগে চকলেট নিয়ে আসেন।
তবে, নিরাপত্তা কর্মীরা বিষয়টি লক্ষ্য করলে তারা চকলেট গ্রহণে বাধা দেন এবং সাবেক মন্ত্রী চকলেট নিতে পারেননি। তবে পরে শুনানি শেষে, কামাল মজুমদারকে মিরপুর থানার দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।
এই বিষয়ে কামাল আহমেদ মজুমদারের আইনজীবী আল ইমরান (মুকুল) বলেন, “কামাল আহমেদ মজুমদারের চকলেট খাওয়া খুবই প্রিয়। তার সুগার লো হয়ে যায়, তাই তিনি চকলেট খেতে চেয়েছিলেন।” তিনি আরও জানান, “এজলাসে আসামিকে কিছু দেওয়ার নিয়ম না থাকায়, আইন অনুযায়ী আইনজীবীর মাধ্যমে চকলেট দেওয়া হয়েছে।”
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, “চকলেট খাওয়ার অনুমতি না থাকলে, এটি বেআইনি হতে পারে। খাবার বা চকলেট দেওয়ার ব্যাপারে আদালতের অনুমতি থাকতে হবে।” তিনি বলেন, “এই বিষয়ে দায়িত্বরত পুলিশ ও ডিসি প্রসিকিউশনের উচিত কঠোর হওয়া।”