ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সেই গরম পানি নিয়ে মুখ খুললেন অরুণা বিশ্বাস, সাবাকে জড়িয়ে ফেসবুক পোস্ট

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তুমুল আলোচনায় এসেছিল অভিনেত্রী অরুণা বিশ্বাসের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এবং সেখানে তিনি ছাত্রদের আন্দোলন দমনের পরামর্শ দেন। সেই সময় তিনি বলেছিলেন, যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে, এমনকি শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢালার পরামর্শও দিয়েছিলেন। এর পর, এই কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়ে বিষয়টি গণমাধ্যমে আসে, যা বেশ বিতর্ক সৃষ্টি করেছিল।

 

এবার সেই গরম পানি নিয়ে আবারও মুখ খুললেন অরুণা বিশ্বাস। ফেসবুকে একটি পোস্টে তিনি অভিনেত্রী সোহানা সাবাকে জড়িয়ে মন্তব্য করেছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, “সাবার গলা ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। বললাম, ‘গরম জল’ খেয়ে নাও। সাবা বলল: ‘আলো আসবেই’ থেকে পাঠিয়ে দাও।”

 

এছাড়া, গরম পানি নিয়ে আগের এক মন্তব্যে অরুণা বলেন, “বলা হচ্ছিল, হাসপাতালে আগুন লেগেছে, ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি, গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।”

 

এ ঘটনাটি তখন আলোচিত হয়েছিল, যখন ‘আলো আসবেই’ গ্রুপে তারকাদের একাংশ ছাত্রদের আন্দোলনকে সমর্থন না দিয়ে, তাদের দমন করতে পরামর্শ দেন। ওই গ্রুপের সদস্য সংখ্যা ছিল ১৬০ জন, যার মধ্যে ছিলেন অনেকেই, যারা শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।

 

এবার এই পুরানো প্রসঙ্গ আবারও সামনে চলে এসেছে, যার মাধ্যমে অরুণা বিশ্বাস তার পুরনো মন্তব্য এবং ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

সেই গরম পানি নিয়ে মুখ খুললেন অরুণা বিশ্বাস, সাবাকে জড়িয়ে ফেসবুক পোস্ট

আপডেট সময়: ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তুমুল আলোচনায় এসেছিল অভিনেত্রী অরুণা বিশ্বাসের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এবং সেখানে তিনি ছাত্রদের আন্দোলন দমনের পরামর্শ দেন। সেই সময় তিনি বলেছিলেন, যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে, এমনকি শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢালার পরামর্শও দিয়েছিলেন। এর পর, এই কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়ে বিষয়টি গণমাধ্যমে আসে, যা বেশ বিতর্ক সৃষ্টি করেছিল।

 

এবার সেই গরম পানি নিয়ে আবারও মুখ খুললেন অরুণা বিশ্বাস। ফেসবুকে একটি পোস্টে তিনি অভিনেত্রী সোহানা সাবাকে জড়িয়ে মন্তব্য করেছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, “সাবার গলা ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। বললাম, ‘গরম জল’ খেয়ে নাও। সাবা বলল: ‘আলো আসবেই’ থেকে পাঠিয়ে দাও।”

 

এছাড়া, গরম পানি নিয়ে আগের এক মন্তব্যে অরুণা বলেন, “বলা হচ্ছিল, হাসপাতালে আগুন লেগেছে, ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি, গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।”

 

এ ঘটনাটি তখন আলোচিত হয়েছিল, যখন ‘আলো আসবেই’ গ্রুপে তারকাদের একাংশ ছাত্রদের আন্দোলনকে সমর্থন না দিয়ে, তাদের দমন করতে পরামর্শ দেন। ওই গ্রুপের সদস্য সংখ্যা ছিল ১৬০ জন, যার মধ্যে ছিলেন অনেকেই, যারা শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।

 

এবার এই পুরানো প্রসঙ্গ আবারও সামনে চলে এসেছে, যার মাধ্যমে অরুণা বিশ্বাস তার পুরনো মন্তব্য এবং ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।